কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কাপাসিয়ায় দু’পা বিশিষ্ট সাপ দেখা গেছে। সাপটিকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। সাপটি লম্বায় ছিল ১২ ফুট। খবর পেয়ে, দু’পা বিশিষ্ট সাপটিকে দেখতে শত শত মানুষ ভিড় করে।
গত বৃহষ্পতিবার কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়নের পাবুর গ্রামে এ সাপটি দেখতে পাওয়া যায়। প্রথমে ওই এলাকার দেওয়ান ও খান বাড়ি সংলগ্ন একটি টেকে স্থানীয় এক কৃষকের নজরে পড়ে বিরল প্রজাতির বড় আকারের সাপটি। পরে ভয় পেয়ে সাপ সাপ বলে চিৎকার দিয়ে উঠলে স্থানীয় হেলাল উদ্দীনসহ এলাকর লোকজন লাঠিসোঁটা নিয়ে সাপের পিছনে ধাওয়া করে। এক পর্যায়ে তারা সাপটিকে মারতে সক্ষম হয়। মারার পর দু’টি দৃশ্যমান পা দেখা যায় সাপটির শরীরে। সাপের পা দেখার জন্য অনেক উৎসুক জনতা ভিড় জমায়।
প্রত্যক্ষদর্শী ইয়াসিন মাহমুদ বলেন, সাপের পা হয়, দেখা তো দূরের কথা জীবনে শুনিওনি। নিজের চোখে দেখলাম সাপটির দু’টি পা আছে। লোকজন এমন বিরল প্রজাতির সাপটি দেখতে এখনও ভিড় করছে।
Leave a Reply