মো. জোবায়ের পারভেজ শোভন, ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের দীঘলকান্দা গ্রামে ইতালী প্রবাসী মোঃ হায়দার মুন্সী মানবতার ডাকে সাড়া দিয়ে নিজ অর্থ দিয়ে করোনার কারনে ক্ষতিগ্রস্থ্য ৩ শত অসহায় হতদরিদ্রদের মাঝে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন ত্রানসামগ্রী বিতরন করেছেন।
মঙ্গলবার (৫ মে) সকালে তার নিজ বাড়িতে বিতরণ করা ত্রানসামগ্রীগুলোর মধ্যে ছিল ৫ কেজী চাল, ৩ কেজী আলু, ১ কেজী ডাল, ১ লিটার তেল, ১কেজী লবন, ১কেজী চিনি, ১ কেজী পেঁয়াজ ও ১ কেজী মুড়ি।
প্রবাসী হায়দার মুন্সী বলেন বৈশ্বিক করোনা ভাইরাসের কারনে আজ অনেকেই ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে । তাই অসহায় মানুষদের পাশে দাড়াবার জন্য কিছুটা হলেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি।
তিনি আরো বলেন, আমার একটাই লক্ষ বিত্তবান যারা তারা সবাই যেন সাধ্য অনুযায়ী এগিয়ে আসে। তিনি ভবিষ্যতে তার এ কাজ অব্যাহত রাখবেন বলে জানান। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় আঃ করিম মোল্লা,কহিনুর মোল্লা, মেজবা মুন্সী প্রমুখ।
Leave a Reply