জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক এক শিক্ষার্থীর করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৮ম ব্যাচের শিক্ষার্থী ও বর্তমানে একটি দৈনিক পত্রিকায় কর্মরত।
আক্রান্ত শিক্ষার্থীর রুমমেট সজল দত্ত বলেন, ‘রোববার (৩ মে) সকালে মেস থেকে উনি (আক্রান্ত শিক্ষার্থী) বের হয়ে যান। পরে ওইদিনই রাতে আইইসিডিআর থেকে করোনার রিপোর্ট পজেটিভ এসেছে বলে আমাকে কল করে নিজেই জানান।’
কিভাবে আক্রান্ত হতে পারেন বলে জানতে চাইলে তিনি বলেন, উনি যেহেতু সাংবাদিকতা করতেন তাই প্রতিদিন সকালে বাসা থেকে বের হয়ে রাতে বাসায় ফিরতেন। হয়ত বাহিরে বের হওয়ার কারণেই এমনটা ঘটেছে।
বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, আমাদের এক সাবেক শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি আছেন। তার যেকোন সহযোগিতায় আমরা পাশে আছি।
Leave a Reply