মোঃ ছিদ্দিক, ভোলা প্রতিনিধিঃ
ভোলায় করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছে আট বছরের এক শিশু। এ দিন আরও একজন সুস্থ হয়েছে বাড়ি ফিরেছেন।
তারা হলো- বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের মোহনা রানী (৮) ও মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের নুরে আলম (২৯)।
বৃহস্পতিবার (৭মে) দুপুরে তাদের বাড়ি পাঠানো হয়।
এসময় করোনামুক্ত মোহনা রানীকে ফুলের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর দেয়া উপহার দেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বশির গাজী।
ইউএনও মো. বশির গাজী বলেন, ২৩ এপ্রিল করোনা পজিটিভ আসা মোহনা রানী এখন সুস্থ। বুধবার রাতে মোহনার চূড়ান্ত রিপোর্ট পাওয়ার পরই তাদের বাড়িসহ পাঁচ বাড়ির লকডাউন তুলে নেয়া হয়। মোহনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর উপহার দিয়েছি আমরা।
অন্যদিকে করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের নুরে আলম। মনপুরা সরকারি ডিগ্রি কলেজের আইসোলেশন থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনি।
তাকে ফুলেল শুভেচ্ছা জানান মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস, উপজেলা চেয়ারম্যান সেলিনা আকতার চৌধুরী, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহমুদুর রশীদ ও চিকিৎসক মশিউর রহমান।
মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস বলেন, ২৩ এপ্রিল নুরে আলমের করোনা শনাক্ত হয়। এরপর আমরা ১০ বাড়ি লকডাউন করি। তিনি সুস্থ হওয়ায় আমরা লকডাউন প্রত্যাহার করেছি।
Leave a Reply