ছেলেটির পরনে ছেড়া জামা,কতক জায়গায় তালি দেয়া হাফপ্যান্ট। একটি লোক ছিল যিনি ছেলেটিকে খুব আদর করত,ভালবাসত। ভয়াল দূর্যোগের এক ক্ষণে ছেলেটি লোকটির কাছে বলেছিল, “আমি কি আর তোমার সাথে বসে দুমুঠো ভাত খেতে পারবো?”
লোকটি সেদিন এটুকুই বলেছিল,”তোর আত্না যদি সত্যিই আমায় খোজে,তবে জেনে রাখিস আমাদের পুনর্বার দেখা হবে……….”
ছোটগল্পঃ অস্তিত্ব
লেখকঃ রেজাউল ইসলাম তৌফিক
Leave a Reply