বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সাধারণত দুটি উদ্দেশ্যে মানুষ রাজনীতিতে নিজেদের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সক্রিয় করে। দেশপ্রেম তথা দেশ-মা-মাটি-মানুষের কল্যাণার্থে কাজ এবং অন্যতম প্রধান উদ্দেশ্য অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ হওয়া।
.
কথিত প্রবাদের একটি প্রবাদ- Politics makes you a millionaire.
আবার অন্যভাবে রাজনীতিই একমাত্র পথ যেটিতে অর্থের খনি।
.
লোভী শ্রেণী তাদের লোভকে বাস্তবে রূপায়নে রাজনীতিতে যেমন হুমড়ি খেয়ে আসে, ঠিক তেমনি লোভী মানুষগুলোর দাপটের হাওয়ায় দেশপ্রেমিক নিঃস্বার্থ রাজনীতি প্রত্যাশী মানুষগুলো ছিটকে পড়ে।
.
প্রকৃত রাজনীতিতে মেধা-শিক্ষার পাশাপাশি সবচেয়ে বেশি প্রয়োজন রাজনৈতিক প্রজ্ঞা এবং অভিজ্ঞতা।
অন্যদিকে উৎখাতের পথে এগিয়ে আসতে হবে অর্থ আয় কেন্দ্রীক রাজনৈতিক ব্যবস্থার। রাষ্ট্র এবং গণমানুষের উন্নতির পথের পথিকদের নিয়ে গড়তে হবে রাজনৈতিক সংগঠন।
এটিই সুষ্ঠু রাজনীতি স্থাপনের প্রাথমিক এবং অন্যতম ধাপ।
হাসিব খান রাফি
ছাত্র রাজনীতিবিদ ও লেখক
Leave a Reply