বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার তালতলীতে করোনা ভাইরাস সংক্রমন রোধে কর্মহীনদের মাঝে খাবার পৌছে দিলো সেইফ তালতলী।
আজ (১১এপ্রিল)সোমবার মানবতার সংগঠন সেইফ তালতলীর উদ্যোগে উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের মসজিদের ইমাম, দুস্থ কর্মহীন ও রাখাইন
পল্লীর শতাধিক পরিবারের মধ্যে চাল ১০কেজি,আলু ৩ কেজি,ছোলা বুট ১কেজি,মসুর ডাল ১কেজি,
পিয়াজ ১কেজি, তৈল ১লিটার, চিনি ১কেজি, চিড়া ১কেজি, লবন ১কেজি, ১টি সাবান এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
সেইফ তালতলী সংগঠনের পৃষ্ঠপোষক ও উপজেলা চেয়ারম্যান জনাব রেজবীউল কবির জোমাদ্দারের
নের্তৃত্বে উপজেলা বিভিন্ন জায়গায় খাদ্য সামগ্রী নিয়ে ছুটে যান টিমের অন্যান্য সদস্যরা এবং মহামারির শুরু থেকেই সংগঠনের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।
খাদ্য সামগ্রী বিতরনকালে উপস্থিত ছিলেন সেইফ তালতলী সংগঠনের অন্যতম সদ্যসরা মো.নুরে আলম সুমন,মো.মিরাজ জোমাদ্দার,মো.আরিফ আকন মামুন ও দেবাশীষ প্রমুখ।
Leave a Reply