মোঃ ছিদ্দিক, ভোলা প্রতিনিধিঃ
দৌলতখান উপজেলার সদর ভবানীপুর ইউপিতে জেলেদের মাঝে মৎস ভিজিএফ চাল বিতরন করা হয়েছে। সোমবার সকাল ৮ টা থেকে ইউপি কার্য্যালয় ৪০ কেজি করে চাল দেওয়া হয় জেলেদের মাঝে। ইউপি দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শিক্ষা অফিসার এর উপস্থিতিতে বিতরন কার্যক্রম চলে। চেয়ারম্যান গোলাম নবী নবু বলেন প্রতিবছর ই সুন্দর ভাবে জেলেদের চাল বিতরন করা হয়। সঠিক ওজন সবসময় নিশ্চিত করে থাকি আমরা। এবার সুন্দর ভাবে ভিজিএফ বিতরন শেষ হয়েছে। প্রতিমাসে ৪০ কেজি করে ৪ মাস তারা চাল পেয়েছে। বর্তমান মোহামারি করোনা ভাইরাস কোভিড-১৯ এর মধ্যে জীবনের ঝুকি নিয়ে আমার প্রিয়নেতা ভোলা-২ আসনের গনমানুষের নেতা মাননীয় সাংসদ আলহাজ্ব আলি আজম মুকুল এমপি”র নির্দেশে মানুষের পাশে আছি। এখন শেষ মাসের ১২৪০ জনকে ৪০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। তদারকি কর্মকর্তা শিক্ষা অফিসার আঃ মান্নান এর উপস্থিতিতে। ইউপি চেয়ারম্যান গোলাম নবী নবু জানান। করোনা ভাইরাসের প্রথম থেকেই সরকারি সহায়তার সাথে মাননীয় সাংসদ প্রিয়নেতা আলি আজম মুকুল এমপি এ পর্যন্ত আমার ইউনিয়নে প্রায় ২ হাজার পরিবারকে তার ব্যক্তিগত সহায়তা প্রদান করেছেন। মানুষের কোন সমশ্যা নেই প্রচুর পরিমান খাদ্য সামগ্রি দেওয়া হচ্ছে সরকার ও মাননীয় সাংসদের পক্ষ থেকে। সবধরনের সহায়তা সুষ্ঠভাবে বন্টন হওয়ায় খুশি ভবানীপুরের জনগন। তারা বলছেন শেখ হাসিনা সরকার তাদের অনেক সহায়তা করছে।মাননীয় এমপি সাহেব ও আমাদেরকে খাবার দিয়েছেন আমরা মোটা মুটি ভালো আছি।
Leave a Reply