এম. আবদুল্লাহ সরকার, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের রিকন মসলা মিলে ভেজাল ভেজাল গুড়া মরিচ উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালে ঐ মিলে এক ব্যবসায়ী মরিচ ভাঙ্গাতে গেলে মিল মালিক রফিকুল ইসলাম সুকৌশলে তার কাছে থাকা নষ্ট হলুদের গুড়া, নষ্ট ভুট্রা ও পচা চাউলের গুড়া মিশ্রিত করার সময় হাতে নাতে ধরে ফেলে ঐ ব্যবসায়ী।
পরে এলাকাবাসী স্থানীয় প্রশাসনকে খবর দিলে উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে এর সত্যতা পান।
তিনি গুড়া মসলাগুলো পরীক্ষা করে ভেজাল নিরুপণ করে ভোক্তা অধিকার আইনে মিল মালিক রফিকুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা ও মিলটি আবাসিক এলাকায় হওয়ায় সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর নুরনবীকে তার লাইসেন্স বাতিলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেন।
এ সময় উপস্থিত গ্রামবাসী রিকন মসলা মিলের মালিকের বিরুদ্ধে এর আগেও ভোক্তাদের প্রতারনা করার নানা অভিযোগ উত্থাপন করে।
এ ব্যাপারে ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মো ঃ নুরনবী সরকার বলেন, এই দোকানে ভেজাল মসলা দেয়ার রীতি আগে থেকেই। তাকে বারবার সতর্ক করার পরও সে সাবধনতা অবলম্বন না করে আরো বেয়ারা হয়ে ব্যাবসায়ী ও সাধারণ ভোক্তাদের সুকৌশলে ভেজাল গুড়া মিশ্রিত করে দিয়ে আসছিল।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সুবীর কুমার দাস বলেন, ভোক্তা অধিকার সংরক্ষন আইনে খাদ্য পূণ্যে ভেজাল দেয়ার অপরাধে ৪২ ধারা মতে তাকে ৩০ হাজার টাকা জড়িমানা করা হয়েছে।
Leave a Reply