সুজন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : মহামারী করোনা ভাইরাসের কারণে ঠাকুরগাঁওয়ে অসহায় স্বাস্থ্যকর্মীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে তাদের সহায়তা দেয়া হয়।
শনিবার সকালে শহরের সরকারপাড়া এলাকার সুরভী ভোজন পল্লীতে ট্রমা সার্জিক্যালের উদ্যোগে ১২০জন স্বাস্থ্যকর্মীর মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
চাল, ডাল, সেমাই, দুধসহ বিভিন্ন খাদ্যসামগ্রী স্বাস্থ্যকর্মীদের হাতে তুলে দেন ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো।
এসময় সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুজাহিদুল ইসলাম শুভ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও ট্রমা সার্জিক্যালের পরিচালক সফিউল আলম ভুট্টু, টেকনোলজিস্ট ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সুজন আলী, জেলা ক্লিনিক কর্মচারী সমিতির ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ রানা মুসা প্রমুখ উপস্থিত ছিলেন।
ট্রমা সার্জিক্যালের পরিচালক সফিউল আলম ভুট্টু বলেন, করোনাভাইরাসের কারণে অসহায় হয়ে পড়েছে জেলার বিভিন্ন ক্লিনিকের স্বাস্থ্যকর্মীরা। এটি চিন্তা করে ব্যক্তি উদ্যোগে তাদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছি। ভবিষ্যতেও যে কোন সমস্যায় স্বাস্থ্যকর্মীদের পাশে থাকব।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো বলেন, করোনায় অসহায় হয়ে পড়েছে দিনমজুর, অসহায় ও নিম্ন আয়ের মানুষরা। করোনা যুদ্ধে সবাইকে এ হয়ে কাজ করতে হবে। এতে সমাজের বিত্তবান মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
Leave a Reply