দিনাজপুরের ফুলবাড়ীতে সরকারী আদেশ অমান্য করায় দুই ব্যবসায়ীর ৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
গত শনিবার রাত সাড়ে ৯টায় সরকারী আদেশ অমান্য করে দোকান খুলে জটলা সুষ্টি করায়, এই জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার ভূমি কানিজ আফরোজ।
ফুলবাড়ী থানার ওসি ফকরুর ইসলাম বলেন শনিবার রাত সাড়ে ৮ টা থেকে সাড়ে ৯টা প্রর্যন্ত ভ্রাম্যমান আদালতের অভিযানের সময়, সরকারী আদেশ অমান্য করে দোকান খুলে জটলা সৃষ্টি করার দায়ে টিটির মোড় কনফেশনারী ব্যবসায়ী মহসীন আলীর দুই জাহার টাকা ও উজ্জল আলীর ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যামান আদালতের বিচারক।
Leave a Reply