1. admin@protidinershomoy.com : admin :
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
  3. wp-configuser@config.com : James Rollner : James Rollner
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২:৫৪ পূর্বাহ্ন

নেত্রকোণার মদনে বজ্রপাতে দুইজন নিহত

সংবাদ দাতার নাম
  • সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২০
  • ৬৮৩ জন পড়েছেন

মামুন কৌশিক, নেত্রকোণা থেকে: নেত্রকোণার মদন উপজেলার গোবিন্দশ্রী বিজ্জয়াইল হাওরে শনিবার সকাল সাড়ে দশটায় কৃষক ইয়াহিয়া (২৫) ও শিশু রায়হান( ৯) বজ্রপাতে নিহত হয়েছে।এসময় আরো তিনজন আহত হয়েছে বলে খবর পাওয়া গোছে।স্থানিয়রা জানান নিহত ইয়াহিয়া মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের বারগরিয়া গ্রামের (রাজালীকন্দার পশ্চিমপাড়া) মন্জুরুল হকের ছেলে ও নিহত রায়হান একই গ্রামের সেলিম মিয়ার ছেলে।এসময় বজ্রপাতে আহত টিপন( ২৭),ইসলাম (২২) ও দূর্জয়কে (৯) কে মদন হাসপাতালে ভর্তি করা হয়েছে।জানা যায় করোনা প্রাদুর্ভাবে শ্রমিক সংকট থাকায় শনিবার সকালে ইয়াহিয়া সহ বাকিরা বিজ্জায়াইল হাওরে যায় ধান কাটার জন্য।সকালের খাবারের সময় হলে বাবা সেলিমের জন্য খাবার নিয়ে যায় রায়হান।তখন বজ্রপাতে ইয়াহিয়া, টিপন,দূর্জয়, ইসলাম,রায়হান আহত হলে লোকজন তাদের কে উদ্ধার মদন হাসপাতালে নিয়ে আসে।তখন কর্তব্যরত ডাক্তার ইয়াহিয়াকে মৃত ঘোষণা করে।পরে শিশু রায়হানও মারা যায় বলে তার বাবা সেলিম মিয়া নিশ্চিত করেন।মদন থানার ওসি মো: রমিজুল হক জানান যে, শনিবার সকালে গোবিন্দশ্রী হাওরে বজ্রপাতে ২ জন নিহত হওয়ার খবর শুনেছি। আমি ঘটনাস্থল পরিদর্শনের জন্য যাচ্ছি।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

%d bloggers like this: